আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলের আমড়াখালী চেকপোষ্টে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

আমড়াখালী

বেনাপোলের আমড়াখালী চেকপোষ্টে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

আমড়াখালী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে দুই কেজি স্বণের বারসহ ইসমাইল শেখ (৩১) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী গ্রীণ লাইন পরিবহনের (ঢাকামেট্টো-ব ১৪-১১৬৯) যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। আটক ইসমাইল শেখ ভারতের চেন্নাইয়ের পুরাতন ওয়াসার পেনপেট থানার ১৪৫/৬৬ সাজ্জামুন্নুসামী এলাকার সেলিম শেখের ছেলে। স্বর্ণের বার ভারতে পাচার হলেও এবার ভারত থেকে পাচার হয়ে আসে বাংলাদেশে। বাংলাদেশ থেকে এ স্বর্ণ ইন্দোনেশিয়ায় পাচারের কথা ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, চেকপোষ্টে নিয়মিত তল্লাশিকালে আমড়াখালী চেকপোষ্টের পোষ্ট কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা গ্রীণ লাইন পরিবহনের যাত্রী ইসমাইলের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৪ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২কেজি ১৫৬ গ্রাম এবং এর মূল্য প্রায় ৯৩ লাখ টাকা। স্বর্ণের বারসহ আটক ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আটক ইসমাইল হোসেন জানান, নিয়মিত ভারতের চেন্নাইয়ের সিপি জুয়েলার্স থেকে স্বর্ণ নিয়ে বাংলাদেশের ঢাকা বিমান বন্দর পর্যন্ত স্বর্ণগুলি পৌছানো আমার কাজ। ওখান থেকে বিমানে ইন্দোনেশিয়ায় যায় এই স্বর্ণের চালান।#

স্পন্সরেড আর্টিকেলঃ