নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, টিভিতে একটা প্রোগ্রামে দেখলাম। টানবাজার সুইপার কলোনীর সনুরানি দাস একটি ইন্টারভিউতে বলেছে, সে পিএইচডি করতে চায়। সনুর মত এমন অনেকে পড়াশোনা করছে। পিছন থেকে সিটি কর্পোরেশন তাদের সাহায্য করছে। আমরা সব সময় তাদের পড়াশোনায় উৎসাহ দেই। সুইপারদের পাশে কেউ যেতে চায় না আর আমি তাদের সঙ্গে নাস্তা খাই। ওদের বনানো চা, ওদের বানানো খাবার খাই। আমার খারাপ লাগে না। আমার মনে হয়না ওরা কিছুক্ষণ আগে টয়লেট পরিষ্কার করেছে। এ কাজ বাসায় আমরা সবাই করি। অন্তত আমি করি। ওরা যদি না থাকতো তাহলে আমরা ভদ্রলোকরা কিন্তু এ কাজগুলো করতাম। এই সুবিধা বঞ্চিত শিশুদের একটু সুবিধা দেয়া হলে তাহলে তারা অনেক কিছুই করতে পারে যা অনেক সময় আমাদের বাচ্চারা পারে না।’
শুক্রবার (২২ নভেম্বর) রাতে নগরীর গ্র্যান্ড হল রেস্তোরায় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের ১৫নং ওয়ার্ডে সুইপার কলোনী আছে। দলিত সম্প্রদায়। এই সম্প্রদায়ের জন্য একটি প্রাইমারী স্কুলও আছে। এই বিদ্যালয়ের শিশুদের ঝরে পরা রোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের মিড ডে মিল দেয়া হয়। আপনাদের খাবার দিতে বলবো না। কিন্তু আপনার স্কলারশীপের যে কথাটা বললেন। আপনারা ইচ্ছে করলে ১০ বাচ্চাকে স্কলারশীপ দিতে পারেন। সুইপারের ছেলেমেয়ে সুইপারই হবে আমি সেটা মানি না।’