আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার কাব্যে : জাকিয়া রহমান ঝুমুর

বিষাদের ছায়াটুকুও খুঁজে পাবে না
আমার কাব্যে;
সীমাহীন দুঃখতো কল্পনাতেও অনিশ্চিত।
আমার কাব্যে খুঁজে পাবে
সেই মিষ্টি পাখি দোয়েল,
ভোর সকালের সেই পাখা মেলে রাখা মূয়র টাকে।
আমার কাব্যে খুঁজে পাবে
নদীর মাছ,কচুরিপানা কেমন স্রোতে ভেসে চলেছে;
আমার কাব্যে খুঁজে পাবে
হাসি-খুশি-সুখ;
পাবে অনিন্দ সুখের দেখা।
আমার কাব্যে খুঁজে পাবে আলোর দেশের সেই আলো এনে দেবে বলে
ফিরে না আসা সেই পরিটাকে;
আমার কাব্যে খুঁজে পাবে
সেই অবাক করা বটগাছটাকে,
আমার কাব্যে দুঃখরা অস্তিত্বহীন।
আমার কাব্যে নেই কোনো আর্তনাদ;
নেই কোনো অভিযোগ
আমার কাব্য করে শুধু প্রাথনা।
একটা নতুন প্রভাত চাই
যে প্রভাতের শুধু একটা ই চাওয়া
দুর্নীতিমুক্ত স্বদেশ পাওয়া।
আমার কাব্যে সকল আশারা লুকিয়ে রয়েছে;
ওরা পূর্ণতা পেতে চায়।
একটা দুর্নীতিমুক্ত স্বদেশের সুপ্রভাত
কবে দেখা মিলবে তার?
সেদিন কি আমি থাকবো ;
না আমার কাব্য?
নাকি সবই বিলিন হয়ে যাবে!
আমার কাব্যে বাস সুখের,
এখানে দুঃখের প্রবেশ নিষিদ্ধ।
আমার কাব্যে নেই কোনো অভিযোগ;
আমার কাব্য করে শুধু প্রার্থনা;
দুর্নীতিমুক্ত স্বদেশের প্রত্যাশায়।

ছাত্রী:বি.এস.এস অনার্স সমাজবিজ্ঞান বিভাগ,জাতীয় বিশ্ববিদ্যালয়
(নরসিংদী সরকারি মহিলা কলেজ) ।