নারায়ণগঞ্জ শহরে তিনটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আমলাপাড়া ও চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরি রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনবিহীন কিছু ওষুধ জব্দ করা হয় । বিভিন্ন অপরাধে মর্ডান ফার্মেসিকে ৫ হাজার টাকা, হাবিব ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং আসমা ডায়াগনষ্টিক ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।