আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা ক্ষমা প্রার্থী 

ক্ষমা করো মোদের অদৃশ্য পাপের স্মৃতি
একটু আরতি বিধতার তরে শুধু মিনতি,
হে প্রভু দাও শান্তি আমরা অনেকটা ক্লান্তি
মাফ করে দাও যত দৃশ্য অদৃশ্য ভুলভ্রান্তি।
আর যে সইতে পারিনা , রহমান দাও শান্তি
একমাত্র তব রহমত ছাড়া নাই প্রশান্তি,
ক্ষমা করো আর নয় আদমকে শাস্তি
নবী মোহাম্মাদ সাঃ উছিলায় চাই স্বস্তি ।
হে প্রভু দয়াময়!এই বিশ্বময় শুধুই তব শক্তি
তুমি ছাড়া কে দিবে খোদা মানবকে  মুক্তি,
বিশ্বময় আজ ক্ষয়  তব রহমতে হবে জয়
তোমার শক্তিধরের তরে কোনো শক্তি নয়।
জামান খান
সম্পাদক বাংলাদেশ কথা অনলাইন পোর্টাল