সেনেগালের লিভারপুল তারকা সাদিও মানে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। গত দুবছর টানা সেরার খেতাব জেতা ক্লাব সতীর্থ মিশরের মোহাম্মেদ সালাহকে পেছনে ফেলেছেন মানে।
টানা দুই মৌসুমে অলরেড সতীর্থ সালাহর কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ২৭ বছর বয়সী সেনেগালিজ তারকাকে। এবার আর হতাশ হতে হল না। ৪৭৭ পয়েন্টে পুরস্কার হাতে তুলেছেন মানে। সালাহ দ্বিতীয় হয়েছেন ৩২৫ পয়েন্ট পেয়ে।
গত মৌসুমে ৬০ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১২ গোল করানোর কীর্তিত্ব আছে মানের নামের পাশে। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সামনে থেকে ভূমিকা রেখেছেন। ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপও জিতেছেন অলরেড জার্সিতে। সেনেগালের হয়েও দারুণ কেটেছে সময়টা।
সেনেগালের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে আফ্রিকান বর্ষসেরা হলেন মানে। ২০০১ ও ২০০২ সালে সেরা হয়েছিলেন একসময় লিভারপুলেই খেলা হাজি দিউফ।