আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনে নৌকার মাঝি হতে চান আনোয়ারুল কবির

আনোয়ারুল কবির

আনোয়ারুল কবির

আনোয়ারুল কবির

সংবাদচর্চা ডট কম:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল কবির ভূইয়া।

নির্বাচন যত ঘনিয়ে আসছে সোনারগাঁয়ের রাজনীতির মাঠ ততই গরম হচ্ছে।  উপজেলার বিভিন্ন গ্রামে,মহল্লায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার ,প্লাকার্ড,ছেয়ে যাচ্ছে। চায়ের  দোকানে এখন ভোটের হাওয়া বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোনয়ন প্রত্যাশীদের শুভাকাঙ্খীরা বিভিন্ন ধরণের লেখা পোস্ট দিয়ে  নিজেদের অবস্থানের জানান দিচ্ছেন। বিভিন্ন ধর্মীয়,সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি করছে।

সোনারগাঁ আসনে এবার জাতীয় পার্টিকে ছাড় দিতে নারাজ স্থানীয় আওয়ামীলীগ। এখানে আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকলেও তার মধ্যে অন্যতম সাবেক সরকারি কর্মকর্তা অর্থনীতিবিদ আনোয়ারুল কবির ভূইয়া।

আগামী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে দৈনিক সংবাদচর্চাকে আনোয়ারুল কবির ভূইয়া জানান , ছাত্রলীগের দুঃসময়ে সোনারগাঁ ছাত্রলীগের হালধরে ছিলাম ,দলের সুখে দুঃখে পাশে ছিলাম ,জনতার মঞ্চে ছিলাম,আমার চাচা মরহুম আব্দুল হাই ভূইয়া পয়ঁত্রিশ বছর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অামরা আওয়ামী পরিবারের সন্তান,  তাই আমি মনোনয়ন চাইব। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচন করব।

তিনি আরো জানান, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী কালে আওয়ামীলীগের দুঃসময় ১৯৭৯-৮০ সালে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের আহবায়ক হিসেবে সোনারগায়ের মাটিতে বিএনপি অত্যাচার নির্যাতন সয্য করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগকে সক্রিয় রেখে ছিলাম।

জানা গেছে তিনি ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে স্নাতকত্তোর পাস করে আইনে ডিগ্রী লাভ করেন। এরপর তিনি জাতিসংঘ সহ আমেরিকা,জাপান,কানাডা,অস্ট্রেলিয়া থেকে অর্থশাস্ত্রে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি আওয়ামীলীগের হাইকমান্ড সহ বিভিন্ন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন । সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি তিনি সমাজ সেবামূলক কাজে বেশি সক্রিয় রয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ