নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী মহলের সমন্বয়ে ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে এ দোয়ার আয়োজন করা হয়েছে। নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার কাজল উক্ত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করার জন্য নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীদের বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসারত থাকার পর গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের মেয়রের পাশাপাশি তিনি ছিলেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বিজিএমইএ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৬৬ বছর।