আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালত পাড়ায় যুবদল নেতার উপর হামলা, দেখতে হাসপাতালে সাখাওয়াত

আদালত পাড়ায় হামলা

আদালত পাড়ায় হামলা

 

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদের উপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ার উল্টোপার্শ্বে বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
জানাগেছে, এ দিন ওই যুবদল নেতাসহ আরো কয়েকজন আদালতে হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে বাড়ী ফেরার জন্য তারা আদালত পাড়ার উল্টোপার্শ্বে (বাস কাউন্টারে) বাসের জন্য অপেক্ষা করেন। এ সময় দূর্বৃত্তরা তাদের উপর আচমকা হামলা চালায়। হামলাকারীরা যুবদল নেতা জুয়েলকে হাতুরী ও লোহার রড গিয়ে এলোপাথারি ভাবে আঘাত করলে গুরুত্বর আহত হন তিনি। এ ঘটনায় অপর এক যুবদল নেতার আহত হওয়ার খবর জানাগেছে।
ঘটনাস্থল থেকে আহত জুয়েলসহ দুই জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩ শ’ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষনে আছেন।
এদিকে আহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। তিনি সেখানে গিয়ে আহত জুয়েলের শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। এবং বেশ কিছুটা সময় অতিবাহিত করেন।
এড. সাখাওয়াত হোসেন বলেন, যত হামলাই হোক না কেন বিএনপিকে আর দাবিয়ে রাখা যাবেনা।

স্পন্সরেড আর্টিকেলঃ