আজ শুক্রবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ প্রতিবাদ সভায় মাঠে নামবে না.গঞ্জ বিএনপি

: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সারাদেশব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। নির্বাচন পরবর্তী সময়ে তাদের এই কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কর্মসূচি পালনে প্রস্তুত রয়েছে।
বিএনপি দলীয় সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ও সারাদেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, আমরা কেন্দ্রীয় কর্র্মসূচি পালনের জন্য প্রস্তুত রয়েছি। সরকারি দল বাধা না দিলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, আমরা কর্মসূচি পালনের জন্য প্রস্তুত রয়েছি। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে কর্মসূচির ব্যাপারে জানিয়ে দেয়া হবে। আর এই কর্মসূচির মাধ্যমেই পরীক্ষিত নেতাকর্মীদের চেনা যাবে। দলের বিপদের সময় বুঝা যায় দলের প্রতি কোন নেতার কি রকম ভালবাসা আছে।

স্পন্সরেড আর্টিকেলঃ