আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগে জেলা পরে নগর

টি .আই .আরিফ:

আপাতত নিশ্চিত, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক (সভাপতি) হচ্ছেন সাবেক এমপি আবুল কালাম । দলটির একাধিক সুত্র এ তথ্য জানিয়েছে। কিন্তু মহানগর সেক্রেটারী নিয়ে খেলা হচ্ছে। এটিএম কামালের জায়গায় টিপু আসতে পারে। এছাড়া আরও একাধিক নেতা আলোচনায় রয়েছে। বিএনপির এক নেতা জানান জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের পছন্দ এড. সাখাওয়াত। তিনি মহানগর বিএনপির সভাপতির চেয়ারে তাকে বসাতে চেয়ে ছিলেন। সেটা এখন হচ্ছে না। তারপরও তিনি খেলছেন।

সুত্রের খবর মহানগর বিএনপির কমিটির আগে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে। সেই লক্ষ্যে কাজ করছে দলটির নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির আহবায়ক কমিটির এক নেতা গতকাল সংবাদচর্চাকে বলেন, সব কমিটি এক সঙ্গে করা ঝামেলা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি একটি করে সব কমিটি গঠন শেষ করবে।

তিনি আরও বলেন, সব কমিটি এক সঙ্গে হলে কিছু নেতার খাওয়া কম হয়। বিতর্কিতরা কমিটিতে স্থান পায়। তাই আগে জেলা বিএনপির কমিটি গঠন কাজ শেষ করবে তারপর মহানগর কমিটি ।

উল্লেখ্য জেলা বিএনপি সভাপতি পদ প্রত্যাশী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

স্পন্সরেড আর্টিকেলঃ