আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের ৩ নেতার বিরোধ কাটছে না

নিজস্ব প্রতিবেদক : মাত্র তিন সদস্যের জেলা আওয়ামীলীগের কমিটির নেতাদের মধ্যেই ফাটল দেখা দিয়েছে। দ্বিখন্ডিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। একদিকে সভাপতি অপরদিকে সেক্রেটারি। তবে অনেকটা নিরপেক্ষ ভুমিকায় মাঝামাঝি অবস্থানে রয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জে জেলা হত্যা দিবসেও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল পৃথকভাবে জেলা আওয়ামীলীগের ব্যানারে কর্মসূচি পালন করেছেন।

জানা গেছে, জেল হত্যা দিবস উপলক্ষ্যে ৩ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের শহরের ২নং রেলগেট এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ে কর্মসূচি পালন করেছেন সেক্রেটারি শহীদ বাদল। একই দিনে বিকেলে সভাপতি আবদুল হাই কমিটির সিনিয়র সহ-সভাপতি মেয়র আইভীকে নিয়ে আওয়ামীলীগ কার্যালয়ে জেল হত্যা দিবস পালন করেছেন। দুজনই জেলা আওয়ামীলীগের ব্যানারে একই স্থানে জেল হত্যা দিবস পালন করেছেন। এমন ঘটনা এই প্রথমই নয় কমিটি গঠনের ৬ মাসের মাথা থেকেই সভাপতি ও সেক্রেটারি পৃথকভাবে নানা কর্মসূচি পালণ করছেন।

৩ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ব্যানারে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল।

এ সভায় সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন, সোনারগা থানা মহিলা আওয়ামীলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান সহ শহীদ বাদল বলয়ের নেতাকর্মীরা। এদের মধ্যে সোনারগাঁও এলাকার নেতাকর্মীই ছিলেন বেশি।

অন্যদিকে শুক্রবার বিকেলে জেলা আওয়ামীলীগের ব্যানারে জেল হত্যা দিবস পালন করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই। যেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী সহ কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম  সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত গত বছরের অক্টোবরে আবদুল হাইকে সভাপতি, আইভীকে সহ সভাপতি ও আবু হাসনাত শহীদ বাদলকে সেক্রেটারী করে ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয় যা এখনো পূর্ণাঙ্গ হয়নি।

স্পন্সরেড আর্টিকেলঃ