আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভী-শামীমের ভাগ্য নির্ভর করছে সম্পাদকের উপর

নবকুমার:

দুই দিন ব্যাপী আওয়ামী লীগের  ২১ তম জাতীয় সম্মেলনের প্রথম দিন শেষ হয়েছে শুক্রবার (২০ ডিসেম্বর)। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় সম্মেলনের মূল পর্ব শুরু । এই দিন আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছে। আর এই সাধারণ সম্পাদকের উপর নির্ভর করছে কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের নেতাদের পদ। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাবে না । আবার কমিটিতে স্থান নাও পেতে পারেন জেলার এই দুই নেতা। সম্পাদক পদ পরিবর্তন হলে আইভী – শামীম ওসমানের মধ্যে এক জনের পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুবই কম। সর্বশেষ কাউন্সিল অধিবেশন থেকে একটি সুত্রের মাধ্যমে এসব তথ্য জানা গেছে। তার পরও আইভী -শামীমের সমর্থকরা আশায় বুক বেধে আছে। তাছাড়া এবারের সম্মেলনে নারায়ণগঞ্জের নেতাদের নিয়ে তেমন কোনো আলোচনা নেই কেন্দ্রীয় নেতাদের মধ্যে। অপর একটি সুত্রের মাধ্যমে জানা গেছে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে বহাল থাকতে পারেন এড. আনিসুর রহমান দীপু, নতুন করে যুক্ত হতে পারেন নারায়ণগঞ্জ ৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কায়সার হাসনাত। তবে এ সব কিছু নির্ভর করছে দলের প্রধান শেখ হাসিনার উপর।

 

সর্বশেষ সংবাদ