আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

টিআইবির জরিপ প্রকাশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় সবচেয়ে বেশি দুর্নীতি

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় সবচেয়ে বেশি দুর্নীতি

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় সবচেয়ে বেশি দুর্নীতি

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) এক জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার জরিপটি প্রকাশ করে টিআইবি।

জরিপে দুর্নীতিগ্রস্ত অপর শীর্ষ খাত হিসেবে পাসপোর্ট ও বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কে চিহ্নিত করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস ভবনে টিআইবির কার্যালয়ে এ জরিপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

টিআইবির জরিপে বলা হয়, ২০১৭ সালে সার্বিকভাবে ৬৬.৫ শতাংশ মানুষ সেবাখাতগুলোতে দুর্নীতির শিকার হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭২.৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়, পাসপোর্ট অফিসে ৬৭.৩ শতাংশ এবং বিআরটিএ-তে ৬৫.৪ শতাংশ দুর্নীতি হয়েছে।

২০১৭ সালে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রশাসন, ভূমি সেবা, কৃষি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, বিদ্যুৎ, ব্যাকিং, বিআটিএ, কর ও শুল্ক, এনজিও, পাসপোর্ট, বীমা, গ্যাস ও সেবা খাতে জরিপ করে টিআইবি।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ