নিজস্ব প্রতিবেদক:
ফেসবুক প্রফাইলে লক্ষাধিক ফলোওয়ার হওয়ায় অনুগামীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে সাংসদ পুত্র অয়ন ওসমান।
তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফলোওয়ারদের উদ্দেশ্যে তিনি ওই কথা বলেন।
অয়ন ওসমান সেখানে ইংরেজিতে লিখেছেন, আমি বুঝতে পারলাম আমার ১ লাখ অনুগামী রয়েছে। তাও কোন মার্কেটিং এর পরিকল্পনা ছাড়াই। যারা আমাকে হৃদয় থেকে সব সময় সমর্থন করেছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। শুভ রমজান।