আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবেঃ ডিসি

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদেরকে পঠিত বিষয়ে প্রশ্ন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যাতে তারা নির্ভয়ে না বোঝা বিষয়ে প্রশ্ন করতে পারে। ক্লাসে অংশগ্রহনের জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। শিক্ষাদানে শিক্ষকদের গুরুত্ব অনেক। পাশাপাশি শিক্ষকদের সচেতন থাকতে হবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে

বুধবার দুপুরে জেলা প্রশাসনের সার্কিট হাউজে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আওতাধীন অরবান স্লান আনন্দ স্কুলে কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময়ে তিনি সকলকে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতা মূলক নানা বিষয়ে কাজ করার আহবান জানান।

প্রকল্পের পরিচালক মাহবুব হাসান শাহীনের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ