সংবাদচর্চা অনলাইনঃ
বিনোদন জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। বর্তমানে তিনি ধর্ম-কর্মে মনোনিবেশ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শুক্রবার এ্যানি খান ফেসবুক লাইভে এসে অভিনয় ছাড়ার ঘোষণা দেন । তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, স্বেচ্ছায় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে সময় দেয়ার জন্য তার এই সিদ্ধান্ত। অভিনয় ছাড়লেও এ জগতের মানুষদের প্রতি তার সম্মান থাকবে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর টিভি নাটক ও উপস্থাপনায় নিজের ক্যারিয়ার বিস্তৃত করেছিলেন এ্যানি। প্রায় দুই যুগেরও বেশি সময় এই অঙ্গনে সক্রিয় ছিলেন এই সুদর্শনী।
সপ্তাহ খানেক আগে একই কারণ দেখিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।
গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে টেলিফোনে সুজানা তার অভিনয় ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। কারণ হিসেবে তিনি ধর্মে-কর্মে মনোনিবেশের কথা বলেন।
২০১৮ সালের নভেম্বরে ওমরাহ পালনের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।