আজ মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণকে অনিয়ম প্রতিহত করতে হবে-আইভী

অনিয়ম প্রতিহত

অনিয়ম প্রতিহত

নিজস্ব প্রতিবেদক:
জনগণকে ঠিকাদারদের অনিয়ম প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

বুধবার (৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করতে এসে মেয়র এসব কথা বলেন।

উন্নয়ন জনগনের জন্য উল্লেখ করে মেয়র আইভী আরও বলেন এ উন্নয়ণ সঠিক ভাবে হচ্ছে কিনা তাও জনগনের খোঁজ নেওয়ার অধিকার আছে। তাই ঠিকাদারদের অনিয়ম, নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করলে জনগনকে তা প্রতিহত করতে হবে।
এসময় মেয়র আইভী নাসিক ৮নং ওর্য়াডের চৌধুরীবাড়ি, বৌবাজার, সৈয়দপাড়া ক্যানেলপাড়, শান্তিনগর ক্যানেলপাড়, ধুনকুন্ডা এলাকায় ৫৮কোটি টাকার চলামান বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পায়ে হেটে পরিদর্শন করেন।

এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। এসময় এলাকার বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মেয়রকে অবহিত করেন এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, নাসিকের উপ-সহকারী প্রকৌশলী মোস্তফিজুর রহমান প্রমূখ।

স্পন্সরেড আর্টিকেলঃ