আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অধ্যাপক মামুনসহ চারজন দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ গ্রেফতার ৪ নেতাকর্মীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে সদর মডেল থানা পুলিশ। রোববার (৪ নভেম্বর) সকালের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ মোহসীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অন্যরা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা নাজমুল হাসান ও ছাত্রদল কর্মী ইয়াছিন।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩০ অক্টোবর বেলা ১১ টার দিকে শহরের প্রেসক্লাবের কাছ থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় এদিন রাতে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন খান। মামলাটির তদন্ত দেওয়া হয় পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে। তিনি গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেন। আদালত রোববার শুনানির দিন ধার্য করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ