নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জে শীতলক্ষ্যা নদীর মসজিদ ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশটি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারনা করছে, অজ্ঞাতনামা ওই যুবককে দুই দিন আগে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও শ্বাসরোধে হত্যা করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।