আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাছিনা গাজীর অনুদান পেল রূপসী দাখিল মাদ্রাসা

সংবাদচর্চা রিপোর্ট: গত বুধবার ( ২ ডিসেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভবন সংস্কারের জন্য আর্থিক অনুদান দিয়েছেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী । রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: মুন্না খাঁনের হাতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলেদেন মেয়র। এসময় তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ উপস্থিত ছিলেন।

এসময় রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, দ্বীন শিক্ষার জন্য রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার যা যা করা দরকার সবই করা হবে। মাদ্রাসাটির কোনো কাজ অবহেলায় পড়ে থাকবে না। আমার সামর্থ্য অনুযায়ী মাদ্রাসাটিকে সহযোগিতা করব। এছাড়া মেয়র মাদ্রাসাটির উন্নয়নের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন এবং মাদ্রাসাটির সভাপতি মো: মুন্না খাঁনকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ