আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ভেজাল খাদ্য সরবরাহের অভিযোগে মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে একটি গোডাউনে অভিযান চালিয়ে ভেজাল জুস ও চকলেট উদ্ধার করেছে  পুলিশ। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব সানাড়পাড় এলাকায় চালায় এ অভিযান।

ধৃতরা হলো, মিল্লাত (৩০), মো: শাহাবুদ্দিন (৩৯), রাসেল (১৮) ও মো: ওয়ারিশ বিন আতিক (১৮)।

শনিবার (১২ অক্টোবর) পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আলম জানায়, সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় ফিরোজ মিয়ার বাড়ির ভাড়া করা গোডাউনে বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য সামগ্রী মজুদ করা আছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক আতিক রেজা পালিয়ে যায়। পরে ওইখানে উপস্থিত মালিকের ছেলেসহ ৪ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে মজুদকৃত ম্যাংগো জুস, লিচি ড্রিংকস, চকলেটসহ বিভিন্ন ধরনের পণ্য সবই নকল। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ১ লাখ ২৬ হাজার টাকা হবে।

সর্বশেষ সংবাদ