আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে: মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আমাদের দেশে কোন সন্ত্রাস দুর্নীতি থাকবে না । বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস  দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রূপসী হাছিনা গাজী অডিটোরিয়ামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সংবর্ধনার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতি।

গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার সারা দেশে  বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে। দেশে শিক্ষার হার বাড়ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষা বৈষম্য দূর করছে। আগামী বছর বইয়ের সাথে শিক্ষার্থীরা স্কুল ড্রেসের জন্য ২ হাজার করে টাকা পাবেন। যা অতীতে কোন সরকার  দেয় নাই। তিনি শিক্ষিত বলে শিক্ষা খাতে এত উন্নয়ন হচ্ছে। সারা দেশে বহুমুখী শিক্ষার বিপ্লব ঘটছে। তিনি বলেন, সরকারি স্কুলের পাশাপাশি কিন্ডার গার্টেনগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। সেখানেও শিক্ষার্থীরা উন্নত শিক্ষা পাচ্ছে।

রূপগঞ্জবাসীর উদ্দেশে মন্ত্রী  বলেন, বিএনপির আমলে দেশে বিদ্যুতের হা-হাকার ছিলো। রূপগঞ্জে এখন লোডশেডিং নেই।  শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। তিনি রূপগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছেন। আগামী ১৬ (অক্টোবর)  তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূলতা ফ্লাইওভার উদ্বোধন করবেন। মুড়াপাড়া সেতুর কাজ শেষ সেটা দুই এক মাসের মধ্যে উদ্বোধন হবে  । সুতরাং রূপগঞ্জে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখানে কোন উন্নয়ন বাদ থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী , রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা।

 

সর্বশেষ সংবাদ