সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
শনিবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ট্রলারের ধাক্কায় ডুবে গিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র ইয়াছিন (১৪)। নিখোঁজের ২৮ ঘন্টা পর উদ্ধার কাজ শুরু করা হলেও রোববার বিকেল পর্যন্ত ইয়াছিনের কোন সন্ধান পায়নি ফায়াস সার্ভিসের ডুবুরী দল। শনিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে সাঁতরে চলমান ট্রলারে উঠতে গিয়ে ট্রলারের ধাক্কায় ডুবে যায় বলে নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন জানায়। নিখোঁজ ইয়াছিন স্থানীয় রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র এবং সিদ্ধিরগঞ্জস্থ আজীবপুর বাইন্নাপড়া এলাকার মোহম্মদ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরদিন রোববার ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে আদমজী ফায়ার সার্ভিসের ইষ্টেশন ইনচার্জ মোঃ শাহজাহান জানান, আমাদের হেডকোয়ার্টার থেকে ডুবুরী দল এসে রোববার বিকেল ৪টায় উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত আছে।