আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের তিন দিন পর স্কুল ছাত্র ইয়াছিনের (১৪) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ইয়াছিন স্থানীয় রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র এবং সিদ্ধিরগঞ্জস্থ আজীবপুর বাইন্নাপড়া এলাকার মোহম্মদ আলীর ছেলে।
এর আগে শনিবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ট্রলারের ধাক্কায় ডুবে গিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র ইয়াছিন। পরিবারের লোকজন জানায়, শনিবার বেলা ১২টায় সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সাঁতরে একটি চলমান বাল্কহেডে উঠতে গিয়ে ঐ বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ইয়াছিন।

 

সর্বশেষ সংবাদ