আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানি লন্ডারিং মামলায় রিমান্ডে জামাল মৃধা

মানি লন্ডারিং মামলায় রূপগঞ্জের কয়েল ব্যবসায়ী জামাল হোসেন মৃধাকে  দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেছেন, মানি লন্ডারিং মামলায় অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ জামাল হোসেন মৃধাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড আদেশ দেন।

২ অক্টোবর ভোর রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় ব্যবসায়ী জামাল হোসেন মৃধার নিজ বাড়িতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দুই সহযোগি মোস্তফা ও মানিকসহ তাকে গ্রেফতার করে। ওই অভিযানে পুলিশ  দুই হাজার পিস ইয়াবা এবং একটি ট্রাঙ্কের মধ্য থেকে সোয়া এক কোটি টাকা উদ্ধার করেছে।

সর্বশেষ সংবাদ