নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর শাসনের বাগ এলাকায় গোপন সংবাদের ভিত্ততে গতকাল শুক্রবার রাত ৩ টা বেজে ২৫ মিনিটে শাসনের বাগ এলাকায় হাজী মোঃ আসাদুল্লাহর বসত বাড়ীতে তল্লাশি চালিয়ে তার ছেলে আরমান (৩০) কে ১৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়েছে ।
আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সংবাদচর্চাকে জানান, ১৫০ বোতল ফেনসিডিল সহ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে কামতাল ফাঁড়ির তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হুসাইন জানান, ঘরের খাটের নিচে থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামীর ৫ দিনের রিমান্ড চেয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।