আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার উদ্যোগে টিকাদান

ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার উদ্যোগে হেপাটাইটিস-বি ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফতুল্লা শিয়াচর রেলস্টেশন রোড সরদার বাড়ি সংলগ্নে হেপাটাইটিস-বি ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি পালন করা হয়।

ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার উপদেষ্টা  লুৎফর রহমান স্বপন বলেন, ফ্রেন্ড সার্কেল ফতুল্লা একটি অরাজনৈতিক সংগঠন। আমরা সর্বদায়ই নিজ অর্থায়নে নিজেদের মানব কল্যাণে নিয়োজিত করি এবং সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ফ্রেন্ডস সার্কেল সংগঠন।

হেপাটাইটিস -বি ভাইরাস টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার সভাপতি লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউর আলম বদু, বঙ্গবন্ধু দুস্থ কল্যাণের সভাপতি মাহাবুব হোসেন, ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি আবুল বাসার সিদ্দিকী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ,প্রচার সম্পাদক জয়নাল আবেদীন,কার্যনির্বাহী সদস্য রুহুল,মহিলা সম্পাদক রোকসানা আক্তার শিলা, আমিন প্রদান, সদস্য ইউসুফ মোক্তার, মজিবুর রহমান,  ডা.হাসনা,রিপন,জনি, প্রমূখ।

সর্বশেষ সংবাদ