আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় শিশু ধর্ষণ মামলায় ফিরোজ মিয়ার যাবজ্জীবন কারাদন্ড

শিশু ধর্ষণ মামলায় ফিরোজ মিয়া (৩৪) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জের একটি আদালত। একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত ফিরোজ মিয়া (৩৪) বরিশালের ডাকুয়া নারায়ণপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। সে পরিবার নিয়ে ফতুল্লা থানার ফরাজিকান্দা এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন জানান, ২০১৫ সালের ১৪ মার্চ সকালে একই বাড়ির ভাড়াটিয়া ফিরোজ মিয়া শিশুটিকে টিভি দেখার কথা বলে ডেকে ধর্ষণ করে। জরিমানার ৫০ হাজার টাকা আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ সংবাদ