আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় জুম্মন হত্যায় বাদল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: 

ফতুল্লায় জুম্মন হত্যা মামলায় গ্রেফতার বাদলকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত মো. বাদল (৪৫) ফতুল্লা থানার পূর্ব দেলপাড়া এলাকার মৃত. রমিজউদ্দিন ওরফে রমজানের ছেলে।

রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বলেন, বাদলকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, নিহত জুম্মন (২৯) কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া রঘুনাথপুর এলাকার কাইয়ূমের ছেলে। গত ১০ আগস্ট দুপুর দেড়টার দিকে পূর্ব দেলপাড়া এলাকায় একটি বাড়ির সামনে জুম্মনকে প্রথমে পিটিয়ে গুরুত্বর আহত করা হয় । পরে আশঙ্কাজনক অবস্থায় জুম্মনকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ