বিপ্লব হাসান : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন শনিবার(৫ অক্টোবর) রূপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডুপ পরিদর্শন করেছেন। এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানায়। মাদকমুক্ত ও উদার পরিবেশে এবং কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে পূজা উদযাপনে সার্বিক সহায়তার জন্য রূপগঞ্জের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। জেলা প্রশাসক মহোদয়ও এ সময় তাদেরকে এবং রূপগঞ্জের সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম,সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।