আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ মহানগর জাসদের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মহানগর জাসদের সম্মেলন ও জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শওকত রায়হান, নাইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহর আলী চৌধুরী, কাজী সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবিব শামীম উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মোসলেম উদ্দিন আহমেদকে সভাপতি ও মো.শাহজাহানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর জাসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী কমিটি ঘোষণা দেন জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ নেতা একেএম ইব্রাহিম, সৈয়দ হোসেন, মোফাজ্জল হোসেন পাটোয়ারী, সামসুল হক মিন্টু এনামুল হক, জাব্বার মোড়ল, সিরাজুল ইসলাম, শাবনুর আক্তার নিপা, নুরুন নাহার, মাহফুজা আক্তার, মাহমুদা শাকিলা, আলীমুন নেছা, পারুল আক্তারসহ বিভিন্ন ওয়ার্ড জাসদের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ