নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার থেকে ১শ ১০ পিস ইয়াবাসহ আরাফাত (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। ২৫ সেপ্টেম্বর রাত ৯ টার দকে তাকে আটক করা হয়।
আটক আরাফাত দেওভোগ নাগবাড়ি এলাকার হারুন অর রশিদের ছেলে। তারা শরিয়তপুর জেলার নাড়িয়া থানার ঢালিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আরাফাত সদর মডেল থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১শ ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।