আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ নবগ্রাম-মুশরী ও সাহাপুরকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই- রমজান আলী

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি, রূপগঞ্জ দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যণ সমিতির যুগ্ন আহবায়ক ও গ্রীন হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রমজান আলী বলেছেন, দক্ষিণ নবগ্রাম, মুশরী, ও সাহাপুরকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। শতভাগ বিদুৎ, গ্যাস ও পানি সরবরাহ করে সন্ত্রাস ও মাদকমুক্ত গ্রামে উন্নীত করার প্রত্যয় নিয়ে তিনি এবারের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে অংশ নিয়েছেন। সাধারণ মানুসের সকল নাগরিক সুবিধা দিতে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। গ্রাম্য সালিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করে সাধারণ মানুষের সার্বিক সুবিধা প্রতিষ্ঠা করবেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া প্রদানে অগ্রণী ভুমিকা রাখবেন। স্কুলগামী শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করবেন। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা রোধ করবেন। আশপাশের শিক্ষার হার বাড়ানোর উদ্দেশ্যে তিনি আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে দক্ষিণ নবগ্রামে গ্রীন হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর সহযোগীতা নিয়ে তিনি সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন। মাদক, সন্ত্রাস, রাহাজানী নির্মূলে ইতিমধ্যেই তিনি বেশ উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে দক্ষিণ নবগ্রামের যুব সমাজের উদ্যেগে ফুটবল ম্যাচ ও কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সামনে ডেমরা- রূপগঞ্জ সড়কে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন করে আলহাজ্ব মোঃ রমজান আলী বেশ আলোচনায় এসেছেন।

দক্ষিণ নবগ্রামের শ্রমিক নেতা আব্দুল বাতেন বলেন, ছাত্র জীবন থেকেই আলহাজ্ব মোঃ রমজান আলী প্রতিবাদী ও ন্যায়পরায়ণ। গ্রাম্য সালিসে তার ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ। সুষ্ঠু ও ন্যায়সালিশেতে তার বেশ সুনাম রয়েছে।

শাহাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া বলেন, যে সমাজের সমাজপতি কিংবা জনপ্রতিনিধি কিংবা বিচারক মাদকাসক্ত হয়ে পড়ে- সেই এলাকা মাদক মুক্ত হবে কিভাবে। এছাড়া মাদকের গ্রাসে যুবসমাজ তথা স্কুল কলেজের শিক্ষার্থীরা ধ্বংসের দিকে এগিয়ে যাবে এটাইতো স্বাভাবিক। আশা করি আলহাজ্ব মোঃ রমজান আলী মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে এই এলাকাকে শতভাগ মাদক মুক্ত করতে সার্বিক সহোযগিতা করবেন। সবসময়েই তিনি ন্যায়ের পক্ষে কাজ করে চলবেন।

রাজনীতিতে ক্লিনম্যান হিসেবে পরিচিত রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক বলেন, রূপগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রমজান আলী রাজনীতির শুরু থেকেই ছাত্রলীগ ও বর্তমানে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি রাজনৈতিক সকল কার্যক্রম যথার্থভাবে পালন করে আসছেন।

গ্রামের সাধারণ ভোটাররা বলেন, আলহাজ্ব মোঃ রমজান আলী এলাকার প্রয়োজনীয় সকল স্থানে সুষ্ঠু পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করবেন। এছাড়া এলাকার মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে সমহারে উন্নয়ন করবেন। তার সন্তানদের মতো এলাকার সকল শিশু-কিশোরদেরে শিক্ষা গ্রহনের জন্য উৎসাহিত করবেন বলে তাঁরা মনে করছেন।

এছাড়া সৌরবিদুৎতের জন্য সোল্যার প্ল্যান্ট স্থাপন ও সর্বসাধারণের পানি সরবরাহের জন্য এলাকায় সাবমারসিবল স্থাপন করবেন। মসজিদ, মাদরাসা, এতিমখানার উন্নয়ন ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিএফ, বিজিডি, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা ও ন্যায্য মূল্যের কার্ড বিতরণ সহ সকল কার্যক্রম ৮নং ওয়ার্ডের যথারীতি যথানিয়মে বাস্তবায়ন করা হবে বলে আলহাজ্ব মোঃ রমজান আলী মত প্রকাশ করেন।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান তুহিন বলেন, মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক মহোদয়ের অত্যন্ত স্নেহভাজন আলহাজ্ব মোঃ রমজান আলী ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হলে অবশ্যই এলাকার সার্বিক উন্নয়ন হবে। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রমজান আলী সকলের দোয়া ও তাঁর ফুটবল প্রতিকে ভোট চেয়েছেন।

সর্বশেষ সংবাদ