নবকুমার:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার হিসাবরক্ষক আমিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না …. রাজিউন) । সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারাব পৌর সভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এদিকে আমিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তারাব পৌর সভার মেয়র হাছিনা। তিনি এক শোক বার্তায় বলেন, আমরা তার কাজ কর্মে মুগ্ধ ছিলাম। তার অভাবটা খুবই মিস করব। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। মেয়র মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মরহুমের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।