সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ৩ টাকার টিকিট কেটে স্বাস্থ্যসেবা নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এর আগে সভাকক্ষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় এমপি খোকা বলেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হবে। ইতিমধ্যে এর টেন্ডার প্রকৃয়াও সমাপ্ত হয়েছে। তিনি জানান, সোনারগাঁয়ের প্রত্যেকটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকায়নের কাজ চলছে। তিনি ডাক্তার ও নার্সসহ হাসপাতালের সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং রোগীদের কোনভাবে হয়রানী করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা সুলতানা হক, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।