আজ বুধবার, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জালকুড়িতে রাস্তার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ৩ টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাসিক জালকুড়ি এলাকার তালতলা সাউদ বাড়ী সংলগ্ন রাস্তার কাজের উদ্বোধন করা হয়।এছাড়াও একই এলাকার নাইনতারপাড়া,ও বৃষ্টিধারা এলাকার সড়কের কাজ শুরু হয়।

এসময় বক্তারা বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোন বাধা মানা হবে না। এলাকার উন্নয়নের জন্য বৃষ্টি উপেক্ষা করে আমরা জনপ্রতিনিধিরা বেরিয়ে আসছি। কেননা মানুষের সুখে দুঃখে পাশে থাকাই আমাদের কাজ। সিটি করপোরেশনের মাধ্যমে নারায়ণগঞ্জের রাস্তা ঘাট উন্নয়ন হচেছ। আশা করি এই উন্নয়ন অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, নাসিক ৭,৮ও৯ নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, নাসিক ইঞ্জিনিয়ার নাজমুল, আওয়ামিলীগ নেত্রী আলেয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।