আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘর পেয়ে খুব খুশি মহিবুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা গ্রামের গৃহহীন মহিবুর ঘর পেয়ে খুব খুশি।তিনি পেশায় একজন চা বিক্রেতা।চা বিক্রি করে কোন রকমে চলে তার সংসার।সংসার চালানো যেখানে কষ্টসাধ্য ব্যাপার সেখানে ঘর তোলা তার পক্ষে দুঃসাধ্য ব্যাপার।ভাঙ্গা চুড়া ঝুপড়ি ঘরে ছেলে মেয়ে নিয়ে কোন রকমে দিন কাটে মহিবুরের।একটু বৃষ্টি হলে ঘরে থাকা কষ্টদায়ক।একটা ভালো ঘরের আশায় ছেলে মেয়েরা ফ্যাল ফ্যাল করে তাঁকিয়ে থাকে মহিবুরের দিকে।কিন্তু দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করে ভাল ঘর তোলার স্বপ্ন মহিবুরের জন্য যেন এক দুঃস্বপ্ন।

তার এই দুঃস্বপ্ন আজ বাস্তবে রূপ দিয়েছেন স্থানীয় সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ।তিনি মহিবুরের পরিবারের কষ্ট দেখে আড়াইহাজারের উন্নয়নের রূপকার এমপি নজরল ইসলাম বাবুর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের জন্য বরাদ্দ কৃত ঘর তৈরি করে দেন মহিবুরের পরিবারের জন্য। এই ঘর পেয়ে মহিবুরের পরিবারের লোকজন অনেক খুশি।

এই ব্যাপারে মহিবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো অসহায় মানুষ কে যে ঘর দিয়েছে আমি ও আমার পরিবারের সকলে অনেক খুশি। দোয়া করি শেষ বিচারের দিন আল্লাহ যেন তাকে এই উসিলায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এব্যাপারে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অঙ্গীকার এদেশে একসময় গৃহহীন কোন লোক থাকবে না। সে হিসেবে আড়াইহাজারের মাটি ও মানুষের নেতা নজরুল ইসলাম বাবু সাতগ্রামের পুরিন্দায় গৃহহীন মহিবুরকে সরকারের দেওয়া বরাদ্দ কৃত ঘর দেওয়ায় গৃহহীন মহিবুর ও এলাবাসী অনেক খুশি।

সর্বশেষ সংবাদ