আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যাসিনো সেলিম প্রধানের বিরুদ্ধে ২ মামলা

অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করেছে র‍্যাব।

গুলশান থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার  বলেন, আজ সকালে র‍্যাবের পক্ষ থেকে সেলিম প্রধানের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

গত সোমবার ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে নামিয়ে আনার পর তাঁকে আটক করে র‍্যাব। তাঁর দুই সহযোগী আক্তারুজ্জামান ও রোকনকেও আটক করা হয়। পরে সেলিম প্রধানের অফিস ও বাসায় অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব জানায়, অভিযানে সেলিমের কাছ থেকে ২৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা, ৭৭ লাখ ৬৩ হাজার টাকার সমপরিমাণ ২৩টি দেশের মুদ্রা, ১২টি পাসপোর্ট, ১৩টি ব্যাংকের ৩২টি চেক, ৪৮ বোতল বিদেশি মদ, একটি বড় সার্ভার, চারটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সেলিম প্রধানের সব ব্যাংক হিসাবের লেনদেন গতকাল থেকে স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে সেলিম প্রধানের ব্যাংককে নিজের বাড়ি, পাতায়ায় বিলাসবহুল হোটেল, ডিসকো বারসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। তার গ্রামের বাড়ি রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকায় । সে হান্নান প্রধানের ছেলে। তার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার একাধিক স্ত্রী রয়েছে

সর্বশেষ সংবাদ