আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেউ সমস্যা করলে আমাকে জানাবেন : মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার রূপসী স্লুইচ গেট এলাকায় রাশিয়া এবং ফ্রান্সের সহাতায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সারা বিশ্বে বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে। বিশুদ্ধ পানির জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে। জনগণের বিশুদ্ধ পানি নিশ্চিত করতে বঙ্গবন্ধুর কন্যা কাজ করে যাচ্ছেন। । মেঘনা নদী থেকে পানি এনে সরকার রিফাইরিং করে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ করছে।

গোলাম দস্তগীর ম্যানার্ড  কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভিঘ্নে কাজ করে যান। আপনাদের কেউ সমস্যা করবে না। যারা সমস্যা করতে আসবে আমাবে জানাবেন। আমি আপনাদের সমস্যাগুলো দেখব ।

মন্ত্রী আরো বলেন, এই  প্রকল্পের সুবিধা ভোগ করবে আমাদের জনগণ।

অনুষ্ঠানে ম্যানার্ড  এর ব্যবস্থাপনা পরিচালক তুশহিন ক্রিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,  তারাব ইউনিয় যুব লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা হাজী আজাবুর রহমান সহ অনেকে।

সর্বশেষ সংবাদ