আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিছু উশৃঙ্খল ব্যক্তি সমাজকে নষ্ট করছে : মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি। ভালো মানুষের পাশাপাশি আমাদের সমাজে কিছু উশৃংঙ্খল ব্যক্তিও রয়েছে। যারা সম্প্রতি আমাদের সমাজকে নষ্ট করছে।

তিনি বলেন, গুটি কয়েক ব্যক্তির কারণে আমাদের সমাজকে নষ্ট হতে দেয়া যাবে না। সবাইকে দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেম ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর) রাজধানীতে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডে  বনসাই জগতের প্রতিষ্ঠাতা বনসাই শিল্পি মোঃ সুলাইমান হোসেনের ১ম বনসাই প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, যারা মাকে ভালোবাসেন তারাই প্রকৃতিকে ভালোবাসে। মায়ের সাথে প্রকৃতির মর্যাদা জড়িত । পুরুষের চেয়ে মহিলারা গাছপালার বেশি পরিচর্যা করে।

তিনি বলেন,যারা বনসাই জগতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের দেশের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যেতে হবে। সবাইকে প্রকৃতি প্রেমিক হতে হবে।

মন্ত্রী আরো বলেন, ঢাকা এখন ইট পাথরের শহর হয়ে গেছে। এখানে গাছপালা বৃদ্ধি করতে হবে।

বনসাই জগতের প্রতিষ্ঠাতা বনসাই শিল্পি মোঃ সুলাইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুণ অর রশীদ।

এছাড়া গোলাম দস্তগীর গাজীকে বনসাই গাছের চারা উপহার দেয় অনুষ্ঠানের আয়োজক কমিটি। পরে মন্ত্রীসহ অতিথিরা বনসাই গাছের চারাগুলো ঘুরে ঘুরে দেখেন।

সর্বশেষ সংবাদ