আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রফিক (৪০) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহম্পতিবার সকালে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় সম্প্রতি নারায়ণগঞ্জের আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে গত বুধবার রাতে স্থানীয় উচিতপুরা এলাকায় তার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বুধবার ভোরে পুলিশ অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী রফিক কে গ্রেফতার করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।