নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার অপরাধে আড়াইহাজারে চার জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার তাতুয়াকান্দা গ্রামের আব্দুল হামিদ, আইয়ুব আলী, ফয়সাল মিয়া ও করম আলী। তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৭০ হাজার মিটার কারেন্ট জাল। মাছগুলো স্থানীয় দারুল ইহসান মাদ্রাসা ও এতিখানায় দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত স্থানীয় খাগকান্দা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়।