নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে উপজেলার গীরদা এলাকার একাধিক মামলার আসামী ডালিম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মিজানের ছেলে। বুধবার দুপুরে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডালিমের নামে থানায় মাদক ও অস্ত্র মামলাসহ ৬ টি মামলা রয়েছে এবং একটি মামলায় মাল ক্রোক সহ তার নামে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর বুধবার দুপুরে সে বাড়ীতে আসে। থানার এ,এস আই সেলিম রেজা সঙ্গীয় র্ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গিরদা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ডালিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী । তাকে গ্রেফতার করে নারায়নগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।