আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদর্শ, মিষ্টি মুখ ও রসরাজকে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট:

নিউ মিষ্টি মুখ, আদর্শ মিষ্টান্ন ভান্ডার ও রসরাজ মিষ্টিমুখে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ সময়ে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার ১৯ আগস্ট দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুশরাত আরা খানমের নেতৃত্বে সহকারী কমিশনার পলাশ কুমার দেবনাথ, সহকারী কমিশনার উম্মে সালমা নাজনীন তৃষার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন জানান, প্রতিষ্ঠানগুতো অভিযান চালানোর পর আমরা, পণ্যে উৎপাদন তারিখ উল্লেখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, সুরক্ষা সামগ্রী বিধান না মানায় প্রতি প্রতিষ্ঠানে ১০ হাজার করে জরিমানা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।