আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৫৯৯ যুব সংগঠন পাচ্ছে সরকারি অনুদান

সারা দেশে  ৫৯৯টি যুব সংগঠনকে যুব কল্যাণ তহবিল থেকে এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সচিবালয়ে যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুব সমাজকে সম্পৃক্ত করা। আর সে লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। চলতি বছর জাতীয় যুব দিবসে দেশের ৫৯৯ টি যুব সংগঠন সমূহকে প্রায় সোয়া কোটি টাকার অনুদান দেয়া হবে। আগামী বছর থেকে অনুদান প্রদানের জন্য যুব সংগঠনেরর সংখ্যা ও অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হবে।

এছাড়াও, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে দেশের যুব সংগঠনসমূহের ভূমিকা গুরুত্বপূর্ণ।