আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩ কেজি গাঁজাসহ জালাল গ্রেপ্তার

মাদকদ্রব্য গাঁজা বহনের অভিযোগে ১৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম পিয়েল ওরফে জালাল। সে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গাউছিয়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে।

রোববার (২০ জুন) ভোর পৌনে ৬টার দিকে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে পুলিশ দেখে পালানের সময় পিয়েলকে আটক করে গোপালদী পুলিশ তদন্তের পুলিশ সদস্যরা। এ সময় পিয়েলের দখল থেকে ৬০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

এই ঘটনায় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো. সাফায়েদুর রহমান বাদী হয়ে পিয়েলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন। এরপর আড়াইহাজার পুলিশর উপ পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম পিয়েলকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেয়।

মামলায় বলা হয়, পুলিশের কাছে তথ্য ছিল গোপালদী পৌরসভা রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে কতিপয় যুবক মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। সংবাদটি যাচাই করে উপ পরিদর্শক (এসআই) মো. সাফায়েদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বাস স্ট্যান্ডে গেলে পিয়েল তাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক কওে পালানোর কারণ জানতে চাইলে সে সঠিক কোন উত্তর দিতে পারেনি। একপর্যায়ে পুলিশ সদস্যরা পিয়েলের দেহ তল্লাশী করে ৬০ হাজার টাকা মূল্যের তিন কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

(সংবাদচর্চা/২১জুন/এমএল)

সর্বশেষ সংবাদ