আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটের বিকল্প ভাবতে হবে: সেলিম ওসমান


সংবাদচর্চা রিপোর্ট
বাংলাদেশে করোনার প্রাদূর্ভাব মহামারি রুপ নিয়েছে অনেক আগেই। নারায়ণগঞ্জকে হটস্পট চিহ্নিত করে একাধিক বার লকডাউনও দেয়া হয়েছে। তবে পশুর হাট একেবারে বন্ধ করা যাচ্ছে না, বিকল্প কিছু ভাবার পরামর্শ দিলেন এমপি সেলিম ওসমান।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান। তিনি বলেন, এ বছর বাংলাদেশে করোনার যে প্রাদুভাব বিদ্যমান রয়েছে এতে করে আসন্ন পবিত্র ঈদ উল আযহা কোরবানীর পশুর হাটে সেই সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্খা রয়েছে।
এসব বিবেচনা করে তিনি তার ফাইভ স্টার ফার্ম হাউজের পালন করা গরু, ছাগল ও ভেড়া কোরবানীর ঈদে অনলাইনের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করছেন। তিনি আশাবাদ জানান, কিছু সংখ্যক মানুষ হলেও পশু হাটের না গিয়ে বাড়িতে বসেই কোরবানীর গরু, ছাগল, ভেড়া কিনতে পারবেন। এতে করে যদি একটি পরিবারও করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা পায় সেটাই হবে তার স্বার্থকতা।”