সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী, সাবান ও মাস্ক বিতরন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার তারাব পৌরসভার দক্ষিন মাসাবো এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ করা হয় । তারাব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাসেল সিকদার এ সাবান ও মাস্ক বিতরণ করে । এ সময় আব্দুল মালেক ফকির, সিরাজুল ইসলাম, ছাত্তার সিকদার, জাকির হোসেন খান, মোকলেস ভুঁইয়া, এডভোকেট মোক্তার হোসেন রানা, তরিকুল ইসলাম, হানিফ মিয়া, হাজী আব্দুস সাত্তার, আইয়ুব আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তারাব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রাসেল সিকদার বলেন, শীতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। করোনার বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য মাস্ক ও সাবানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়রের উদ্যোগেই আমরা আজ এখানে সাবান ও মাস্ক বিতরণ করছি। আশা করছি এসব সামগ্রী ব্যবহারের মাধ্যমে সবাই করোনা থেকে নিরাপদে থাকতে পারবে।
তিনি আরও বলেন, “তারাব পৌরসভার বর্তমান মেয়র হাসিনা গাজী গত ৫ বছরে যে পরিমান উন্নয়নমূলক কাজ করেছেন অতীতে কোনো মেয়র সেই পরিমান উন্নয়নমূলক কাজ করতে পারেন নাই। হাসিনা গাজীর উন্নয়নে আমরা পৌরবাসী মুগ্ধ। উন্নয়নের ধারা অব্যাহতে রাখতে পৌরবাসী আগামী নির্বাচনে হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করবে। সেই লক্ষ্যে পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ কাজ করে যাচ্ছে।