আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বামী হত্যা বিচারের দাবি রাজপথে শিশুপুত্রসহ স্ত্রী

দেওভোগে শাকিল হত্যাকান্ডে জড়ির সকল আসামিদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন নিহতের স্ত্রী ও শিশুপুত্র । বুধবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ থেকে একটি মিছিল বের করা হয়।  মিছিলটিতে অংশ নেয় এলাকাবাসী। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শুধুমাত্র মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করেই শাকিলকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ছোট ছোট ছেলে। তারা অন্য এলাকা থেকে এসে এখানে বিভিন্ন ধরনের অপকর্ম করে পালিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসীরা এলাকায় ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের কারণে আলাকায় আজ এক নিরীহ ব্যবসায়ী শাকিলকে প্রাণ দিতে হলো। দ্রুত এদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

নিহতের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শ্রাবন্তী নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে কাঁদতে কাঁদতে নিবেদন করে বলেন, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আপনাদের কাছে আমার আকুল আবেদন। সন্ত্রাসীদের বিচার করেন। যারা আমাকে বিয়ের সাড়ে তিন বছরের মাথায় বিধাব করেছে, আমার সন্তানকে এতিম করেছে, তাদের বিচার করেন। তাদের ফাঁসি দেন। ক্রসফায়ার দেন। যা খুশি দেন। তবুও তাদের বিচার করেন। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

শনিবার (২৭ জুলাই) রাতে দেওভোগ মাদ্রাসা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৫ জনকে কুপিয়ে জখম করা হয়। এদের মধ্যে শাকিলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়।